বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স করোনায় আক্রান্ত

জেমি সিডন্স। ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৭
বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স করোনায় আক্রান্ত হয়েছেন। মৃদু উপসর্গ থাকায় শনিবার তার করোনা পরীক্ষা করা হয়। পরে পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনা পজিটিভ হলেও তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে সপ্তাহখানেক আগে ঢাকায় আসেন সিডন্স। এর মধ্যে গত বুধবার বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে পদত্যাগ করেন অ্যাশওয়েল প্রিন্স। পরদিন সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জেমি সিডন্ড ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন।