ডার্ক ওয়েবে ব্যক্তিতথ্য আছে কিনা, তা গুগল স্ক্যান করে জানাবে
ডার্ক ওয়েবে আপনি!
সুবিধাটি প্রথমে ওয়ান সাবস্ক্রাইবারদের জন্য বরাদ্দ

প্রতীকী ছবি
সাব্বিন হাসান
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২১:৫৯ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ১৯:২৬
ডিজিটাল জগতে সবাই অনিরাপদ! ব্যক্তির নাম, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর– সবই ঘুরছে চক্রাকার ডার্ক ওয়েবে। অজান্তেই ধরা পড়ছেন সাইবার চক্রের ধূম্রজালে। কখন আর কী পদ্ধতিতে– তা নিয়ে প্রশ্ন থাকেই। দুষ্টচক্রের নিশ্ছিদ্র কৌশল থেকে বিমূর্ত রাখতে হন দূরদর্শী। লিখেছেন সাব্বিন হাসান
সারাবিশ্বের ভক্তদের জন্য হরহামেশা নতুন ঘরানার সুবিধা আনছে গুগল। বহুমাত্রিক সাইবার প্রতারণা থেকে সুরক্ষা দিতে নতুন ফিচার চালু করছে সংস্থাটি। অর্থের বিনিময়ে বা বিনা অর্থে দুই সংস্করণেই সেবা গ্রহণ করা যাবে। গুগল ওয়ান সাবস্ক্রাইবাররা উল্লিখিত সুবিধা পাবেন। যারা গুগল নিবন্ধিত, তারা নতুন সুবিধা উপভোগ করতে পারবেন। ডার্ক ওয়েব নিয়ে গুগল ফিচারের বেশ কিছু খুঁটিনাটি জানা এখন জরুরি। ডার্ক ওয়েবে নিবন্ধিতদের ব্যক্তিতথ্য ফাঁস– এমন খবর মাঝেমধ্যই শিরোনাম হয়।
ওয়েব জগতে নিরাপদ থাকতে অনেকেই নিয়মিত চেষ্টা করেন, বিশেষ করে প্রশাসনিক স্তরে থাকবে কঠোর পদক্ষেপ। কিন্তু তাতে সমস্যার পুরোপুরি নিরসন না হয়ে বরং তা অমীমাংসিত রয়ে যায়।
গবেষণা রিপোর্ট বলছে, প্রতিনিয়ত বেড়েই চলেছে ভার্চুয়াল জগতের সাইবার অপরাধের সংখ্যা ও ধরন। ইতোমধ্যে গুগল কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নিজস্ব নিবন্ধিতদের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যসম্ভার গুগল মনিটর করা শুরু করেছে।
ডার্ক ওয়েবে যেন সাইবার প্রতারণা প্রতিহত করা যায়, সে জন্য নতুন ফিচারের কথা জানাল গুগল। বিশেষ ফিচারে ডার্ক ওয়েব স্ক্যান করে সেখানে ভুক্তভোগীর তথ্য ছড়িয়েছে কিনা, তা যাচাই করে দেবে গুগল। তার পর নিবন্ধিতের কাছে পাঠানো হবে বিশেষ অ্যালার্ট।
এরই মধ্যে ওয়ান ইউজারদের জন্য পপ-আপ প্রচারণা শুরু করেছে গুগল। তবে সেখানে এটাও জানানো হয়, ঘোষিত ফিচারটি জুলাই মাসের পরই সবার জন্য ব্যবহারযোগ্য হবে। ফিচারটি ‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ বিভাগের আওতায় পাওয়া যাবে। ফিচারের মাধ্যমে নিবন্ধিতরা অনলাইন প্রতারণা প্রতিহত করতে পারবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। যা ঠিক এ মুহূর্তের জন্য ভীষণ জরুরি। সারাবিশ্বের ৪৬টি দেশে ইতোমধ্যে ফিচারটি উন্মুক্ত করেছে গুগল। তবে প্রশ্ন উঠতে পারে, কীভাবে ফিচারটির বিশেষ সুবিধা উপভোগ্য হবে। সারাবিশ্বেই ফিচারটি ধাপে ধাপে রোল আউট করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জুলাই মাসের পরই নিবন্ধিতদের জন্য গুগল চালু করবে ডার্ক ওয়েব স্ক্যান রিপোর্ট। যার জন্য ওয়ান সাবস্ক্রিপশন না থাকলেও চলবে।
মূল রিপোর্টটি দেখতে প্রধানত যেতে হবে গুগল ওয়ান অ্যাপ্লিকেশনে। ওখানে ‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ অপশনে ক্লিক করলেই স্ক্যান করা যাবে ডার্ক ওয়েব রিপোর্ট। ইন্টারনেটের কালো দুনিয়ায় নিজের নাম, ই-মেইল, ঠিকানা, ফোন নম্বর ছড়িয়েছে কিনা, স্ক্যান করে কর্তৃপক্ষ তা জানিয়ে দেবে।
ওখান থেকেই তথ্য সুরক্ষিত রাখার কৌশলগত ধারণা দেওয়া হবে।
ঠিক কোন তারিখ থেকে উল্লিখিত পরিষেবাটি পাওয়া যাবে বা কোন অ্যাপে গিয়ে কোথায় ক্লিক করলে সেবাটি পাওয়া যাবে, তা এখনও খোলাসা করেনি গুগল ডেভেলপ সংস্থা। সূত্র বলছে, দ্রুতই নোটিফিকেশনের মাধ্যমে ফিচার অ্যালার্ট পাঠাবে সংস্থাটি।
সারাবিশ্বেই সাইবার প্রতারণা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, যা নিরসনে উদ্ভাবিত সিকিউরিটি ফিচারটি নিবন্ধিতদের মধ্যে স্বস্তি বয়ে আনবে বলে গুগল দৃঢ়ভাবে বিশ্বাস করে। গ্রাহককে সাইবার দুনিয়ায় স্বস্তি, নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত রাখতে গুগল সব সময়ই প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে।
- বিষয় :
- ওয়েবসাইট
- ডার্ক ওয়েব