ব্রিটিশ ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
ব্রিটিশ ইংরেজি কথোপকথনকে সহজ করবে ‘পারলো’ অ্যাপ
সাদি সাবেরিন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ২৩:৫৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৪:০৯
জীবনের সবকিছু অনেক সহজ ও সাবলীল করেছে অ্যাপ প্রযুক্তি। ডিজিটাল পরিষেবার এমন জায়গা নেই, যেখানে অ্যাপ আধিপত্য ছড়ায় না। ইউটিউবের কোটি কোটি কনটেন্ট এখন শিক্ষায় বিশেষ ভূমিকা রাখছে প্রতিদিন, প্রতিনিয়ত।
ইংরেজি ছাড়া বিদেশে উচ্চশিক্ষা বা প্রত্যাশিত ক্যারিয়ারে পৌঁছানো প্রায় অসম্ভব। ইংরেজি ভাষা নিয়ে আসলে বিশেষ ভীতি কাজ করে। কিন্তু সহজে আর নিজে নিজেই চর্চার মাধ্যমে যদি কঠিন ভাষাকে রপ্ত করা যায়, তাহলে তো কথাই নেই। এমন ভাবনা থেকে ইংরেজি ভাষাভিত্তিক অ্যাপ উন্নয়নের ভাবনা তৈরি হয়।
ইংরেজি ভাষা শিক্ষাকে সহজ ও উপভোগ্য করে তুলবে ‘পারলো’ অ্যাপ। ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে উন্নতি চাইলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষাটি শেখার ক্ষেত্রে বাধা-বিপত্তি অনেকটাই সহজ করবে অ্যাপটি।
সুদক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব, তা পূরণ করে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবী তৈরিতে সহায়ক হবে অ্যাপটি। অ্যাপে কনটেন্ট লেখা ও ভিডিও তৈরিতে কাজ করেছেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা। তাদের এমন প্রচেষ্টা ইংরেজি ভাষা শেখার পদ্ধতিকে উপভোগ্য ও কার্যকর করে তুলবে।
উদ্যোক্তারা বলেন, শুধু ব্যবহারিক ইংরেজির জন্য নয়; পারলোর সঙ্গে ব্রিটিশ ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন। তা ছাড়া মানোন্নত ভয়েস রিকগনিশন প্রযুক্তির সঙ্গে ব্যবহারিক উচ্চারণ নিখুঁত করতে পারবেন; ইংরেজি হবে সাবলীল। অ্যাপটি এখন গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে।
অ্যাডটেক এক্সপার্ট ও পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ক্রেগ মাহোনি জানালেন, প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা বিদ্যমান। আর সেই সম্ভাবনাকে খুঁজতে সবার জন্য কথোপকথন উপযোগী ইংরেজি ভাষাকে সহজলভ্য করতে কাজ করবে অ্যাপ। বর্তমানে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং সুযোগ লাভের প্রবেশদ্বার। বাংলাদেশে অ্যাপটি চালু করার মাধ্যমে তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হবে। সঠিকভাবে ইংরেজি শেখার ফলে তাদের জীবন বদলে যাবে। ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে সবকটি দরজা উন্মুক্ত হবে।
অ্যাডটেক এক্সপার্ট, পারলোর প্রডাক্ট ও কনটেন্ট বিভাগের প্রধান ক্যারোলিন এভারার্ড জানালেন, যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকদের তৈরি সবকটি কনটেন্ট যে কোনো শ্রেণির শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে।
সাফল্য লাভের পথে ভাষা কখনও বাধা হয়ে দাঁড়াবে না। বিপুল সম্ভাবনাময় দেশে এমন দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। শিক্ষামূলক অ্যাপ এখন সারাবিশ্বে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। অনেকটা সুনির্দিষ্ট আর সহজ গোছানো থাকে বলে শিক্ষামূলক অ্যাপের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।
বিদেশে উচ্চশিক্ষা আর করপোরেট জগতে চাকরির দুয়ার উন্মোচনে ইংরেজি ভাষায় কথা বলা ও দাপ্তরিক চিঠিপত্র তৈরিতে দক্ষতা বাড়াতে অ্যাপ এখন সহায়ক শক্তি।
- বিষয় :
- অ্যাপসে নিবন্ধন