ফ্যাশন গ্যাজেটস
স্মার্টফোনে এআই অরা
ভি৪০ লাইট মডেলে এআই প্রযুক্তি অরা
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২২:২৭ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২১:১৫
চারপাশের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে ছবি তোলা থেকে বিরত থাকতে পারলেন না। পরে খেয়াল করলেন, পাশে কিছু অবাঞ্ছিত পোস্টার ছবির ফ্রেম নষ্ট করছে। তবে এখন আর কোনো দুশ্চিন্তার কিছু নেই! এআই ইরেজ মুছে দেবে বিরক্তিকর সবকিছু
চারপাশের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে ছবি তোলা থেকে বিরত থাকতে পারলেন না। পরে খেয়াল করলেন, পাশে কিছু অবাঞ্ছিত পোস্টার ফ্রেম নষ্ট করছে। তবে এখন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই! ভিভো ব্র্যান্ডের ভি৪০ লাইট স্মার্টফোনে এআই ইরেজ ফিচার দিয়ে পেছনের সবকটি পোস্টার সরিয়ে ছবিটি করে নিতে পারেন একদম নিখুঁত।
চলতি মাসেই দেশে পৌঁছেছে ব্র্যান্ডটির ভি সিরিজের নতুন ভি৪০ লাইট মডেল। এরই মধ্যে ক্যামেরা ছাড়াও কয়েকটি ফিচার আলোচনায় এসেছে। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সুবিধা দেবে মডেলটি। ফটোগ্রাফিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার মডেলকে দিয়েছে নতুন মাত্রা। এআই ইরেজ ফিচার দিয়ে ছবির অবাঞ্ছিত অংশ সহজেই মুছে ফেলা যায়। অনাকাঙ্ক্ষিত অংশের চারপাশে সার্কেল এঁকে চিহ্নিত করলেই এআই মসৃণভাবে তা মুছে ফেলে।
মডেলের এআই ফটো ফিচার স্বয়ংক্রিয়ভাবে ছবির উজ্জ্বলতা ও রঙের মাত্রা ঠিক করে দেয়। রঙিন ল্যান্ডস্কেপ বা কম আলোয় তোলা পোর্ট্রেটকে ফিচারটি বিশেষ আকর্ষণীয় করে উপস্থাপন করে।
ছবি থেকে টেক্সট আলাদা করতে ‘এআই ডকুমেন্টস’ ফিচার সহায়তা করে, যা ক্যামেরাকে পরিণত করে স্ক্যানারে। ঝামেলাহীন নোট সংরক্ষণ করা বা জরুরি ডকুমেন্ট শেয়ার করা যায়।
অরা লাইট ফিচার, যা পরিবেশের সঙ্গে মানানসই রঙের অরা লাইট সমন্বয় করতে পারে। প্রধান ক্যামেরায় নাইট, পোর্ট্রেট, প্যানোরমা, স্লো-মো, প্রো, টাইম-ল্যাপসসহ ১২টি ফটো মোড সুবিধা উপভোগ করা যাবে।
ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন মোড, যা ভিডিওকে করে ঝাঁকুনিমুক্ত। তিন গুণ অডিও বুস্টারের সঙ্গে ডুয়েল অডিও স্পিকার ভিডিওতে দেয় মানোন্নত সাউন্ড কোয়ালিটি, যা ব্লগিং বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
দাম ও মডেল
দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম/৮জিবি এক্সটেন্ডেড র্যামের সঙ্গে ১২৮ জিবি সংস্করণের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা। অন্যটি ৮ জিবি র্যাম/৮ জিবি এক্সটেন্ডেড র্যামের সঙ্গে ২৫৬ জিবি সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।
- বিষয় :
- স্মার্টফোন
- ভিভো