ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইন্টারনেট সচেতনতা নিয়ে আইএসপিএবি

ইন্টারনেট সচেতনতা নিয়ে আইএসপিএবি

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০২:০১

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) আয়োজনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে 'সেফ ইন্টারনেট ফর একাডেমিক এক্সিলেন্স' শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়টির সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট নিরাপত্তা নিজের কাছে। ইন্টারনেট ব্যবহারে নিজে সচেতন থাকলে অধিকাংশ ক্ষেত্রে হ্যাকিং থেকে সুরক্ষিত থাকা যায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডা. কারমেন জেড লেমাগনা, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, মহাসচিব নাজমুল করিম ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×