ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

দশম বর্ষপূর্তিতে উৎসব

দশম বর্ষপূর্তিতে উৎসব

.দশম বর্ষপূর্তিতে উৎসব করছে প্রযুক্তি ব্র্যান্ড অপো

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৩

ফ্যানস ফেস্টিভ্যালের অংশ হিসেবে ও বাংলাদেশে অপো ব্র্যান্ডের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অফার ঘোষণা করেছে ব্র্যান্ডটি। ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন এ৩এক্স মডেলের সঙ্গে থাকছে বিশেষ সুযোগ।

মডেলের ৪ জিবি/৬৪ জিবি সংস্করণের দাম কমে পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯৯০ টাকায়। মডেলটি কিনলেই বিশেষ লটারিতে অংশ নেওয়া যাবে। লটারির মাধ্যমে নির্বাচিত গ্রাহক পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা।

এ ছাড়া প্রতিটি এ৩এক্স মডেলের সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ অ্যাকসেসরি সেট ও দুই বছরের বিশেষ বিক্রয়োত্তর সুবিধা।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, বাংলাদেশে দশম বর্ষপূর্তি উদযাপনে গ্রাহকের সঙ্গে ফ্যানস ফেস্টিভ্যালের উদ্যোগ নিয়েছি। ব্র্যান্ডের ভক্তদের কিছুটা বাড়তি আনন্দ দিতেই এমন আয়োজন। টানা ১০ বছর ব্র্যান্ডের সমৃদ্ধি ও উন্নয়নে গ্রাহকই মূল প্রেরণার শক্তি হিসেবে কাজ করেছে।

মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি কঠিন পরিস্থিতিতে ডিভাইসকে সুরক্ষা দেয়। মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তি ডিভাইসকে তরল পদার্থের ছিটা থেকে সুরক্ষা দেয়। ব্যাটারির স্থায়িত্ব ৪ বছর। ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি দেবে দ্রুত চার্জিং সুবিধা।

আরও পড়ুন

×