ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ই-কমার্স খাতে নতুন মাইলফলক

ই-কমার্স খাতে নতুন মাইলফলক

ই-কমার্স খাতে নতুন মাইলফলক গড়েছে দিনভিত্তিক ই-বিকিকিনি

আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৫

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ নতুন মাইলফলক গড়ে বছরের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব দারাজ ১১.১১ শেষ করেছে। ক্যাম্পেইনে ভোক্তাদের জন্য ছিল ৫০ কোটি টাকার ভাউচার, ফ্রি ডেলিভারি সুবিধা ও ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ ছাড়ের ঘোষণা।

দিনভিত্তিক ক্যাম্পেইনে পুরুষ ও নারীদের অ্যাকসেসরিজ, অডিও ডিভাইস, মোবাইল অ্যাকসেসরিজ, স্কিনকেয়ার ও বাথ অ্যান্ড বডি পণ্য ছিল চাহিদার শীর্ষে। বিশেষ করে ডিটারজেন্ট, ফোন কাভার, স্যানিটারি ন্যাপকিন, বডি ওয়াশ, ক্যাপ ও মোজার চাহিদা ছিল সবচেয়ে বেশি।

উদ্যোক্তারা জানান, ফ্যাশন, ফার্নিচার ও ডেকর, গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটেগরির বিক্রি গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। পরিসংখ্যান বলছে, ক্রেতারা এখন দারাজের প্ল্যাটফর্মে শুধু দৈনন্দিন পণ্য নয়; বরং জীবনযাত্রায় প্রয়োজনীয় স্মার্ট পণ্য কিনেছেন। জনপ্রিয় সব ব্র্যান্ডের প্রতি ক্রেতার আগ্রহও ছিল উল্লেখ করার মতো। প্যারাস্যুট, লোটো, টেকনো, হায়ার ও ডেটল ছিল ক্যাম্পেইনে অংশ নেওয়া ব্র্যান্ডের মধ্যে অন্যতম। ক্যাম্পেইনে অর্ধেকের বেশি অর্ডার এসেছে মেট্রোপলিটন শহরের বাইরে থেকে। ই-কমার্সকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করার প্রচেষ্টার অনন্য উদাহরণ এটি।

অন্যদিকে, ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা ছিল লক্ষণীয়। ক্যাম্পেইনের মোট লেনদেনের এক-তৃতীয়াংশই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক কার্ডের মাধ্যমে সম্পন্ন হয়, যা ক্রেতার মধ্যে ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির প্রতি আস্থা বৃদ্ধির ইঙ্গিত করে।

দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, কীভাবে ই-কমার্স দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, এ ক্যাম্পেইন তা দেখিয়েছে। বিক্রেতা, ক্রেতা ও অংশ নেওয়া সবকটি ব্র্যান্ড একসঙ্গে প্রচারণাকে সফল পরিণতি দিয়েছে। আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ও আনন্দ যোগ করতে পেরেছি। ক্যাম্পেইনের সময় লজিস্টিকস টিমের সময়মতো ডেলিভারি ই-কমার্স পরিষেবাকে  জনপ্রিয় করার পেছনে অন্যতম কারণ।

আরও পড়ুন

×