ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ত্বক

ত্বক

ত্বক বুঝে যত্ন

হাতের যত্নে যা করবেন বর্ষায় বেশি বেশি পানির কাজ করলে হাতের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। হাতের চামড়াও উঠতে পারে। সঠিকভাবে ময়েশ্চারাইজার ব্যবহার না করলে, ক্ষারযুক্ত সাবান কিংবা ডিশওয়াশার দিয়ে হাঁড়িপাতিল ধুলে চামড়া ওঠে। লিকুইড সাবান, বডিওয়াশ ইত্যাদির ঘ্রাণ থেকে অ্যালার্জি হলেও চামড়া উঠতে পারে। এজন্য কাজ শেষে হাত শুকনো রাখতে হবে। ভেজা হাত মুছে ফেলতে হবে। বেশি সমস্যা হলে গ্লাভস পরে থালা-বাসন পরিষ্কার করতে হবে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নখের যত্ন নিন। সপ্তাহে একবার হাত ও নখ স্ক্রাব করুন। চিনির সঙ্গে তেল মিশিয়ে স্ক্রাব করতে পারেন। আবার বেসনের সঙ্গে হলুদের গুঁড়া, মধু ও পানি মিশিয়েও স্ক্রাব করতে পারেন। ঘরে সঠিকভাবে যত্ন নিতে না পারলে পার্লারে গিয়ে ১৫ দিন একবার হাতের যত্ন নিন। অর্থাৎ, মেনিকিউর করিয়ে নিন।

আপডেটঃ ১০ জুলাই ২০২৪ | ০৭:২৬
ত্বক বুঝে যত্ন

সর্বশেষ