ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫

নির্যাতনের অভিযোগ

নির্যাতনের অভিযোগ

বিদেশে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন ৩ ভুক্তভোগী

পরিবারের সচ্ছলতা আনতে বিদেশে গিয়েছিলেন মাদারীপুর জেলার ডাসারের তিন যুবক। উড়োজাহাজে ওঠার আগেই দালালদের দিতে হয়েছিল কয়েক লাখ টাকা। ঋণ-ধার করে এ অর্থ জোগাড় করলেও স্বপ্ন ছিল প্রবাসে কর্ম শুরু করার পর একসময় সব দেনা শোধ করে সংসারের চাকায় গতি আনবেন। কিন্তু তা তো দূরের কথা, বিদেশের মাটিতে পা রাখতেই শুরু হয় অমানবিক নির্যাতন। ঘরে আটকে রেখে নির্বিচারে পেটানো হতো। সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করে পাঠানো হতো পরিবারের কাছে। যতক্ষণ চাহিদামতো আরও টাকা না পাঠাত, ততক্ষণ চলত মারধর, দেওয়া হতো না খাবার। সেই নির্যাতনখানা থেকে মুক্তি পেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মো. রাজীব, আরিফ ও হাবিব।

আপডেটঃ ০৬ জুলাই ২০২৪ | ২২:৪৮
বিদেশে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন ৩ ভুক্তভোগী

সর্বশেষ