ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সংগীত

সংগীত

রাতভর গানের আয়োজন, গাইবেন করিম শাহাবুদ্দিন, অসিত কুমার ও ফেরদৌস আরা

রাতভর গানের আয়োজন সকমকাল প্রতিবেদক আজ শুক্রবার বিকাল ৫টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের ছাদবারান্দায় শুরু হচ্ছে ১২ তম বাংলা খেয়াল উৎসব। সংগীতজ্ঞ আজাদ রহমানের হাত ধরে চ্যানেল আইয়ে প্রথমবার শুরু হয়েছিল বাংলা খেয়াল উৎসব। বাংলা খেয়ালের উদ্যোক্তা ছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার বসছে উৎসবের ১২ তম আসর। দেশের খ্যাতিমান শিল্পী করিম শাহাবুদ্দিন, অসিত কুমার, প্রিয়াঙ্কা গোপ,ফেরদৌস আরারসহ আরও অনেক গুনী শিল্পীর পাশাপাশি শতাধিক শিশুশিল্পী এই উৎসবে অংশগ্রহণ করবেন রাতভর এ আয়োজনে। আয়োজনটি নিয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, প্রতিবছর খোয়াল উৎসবে বেশ সাড়া পেয়ে আসছি। এবার ১২তম আসরে থাকবে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনা। এক যুগের ইতিহাসে পা রাখছে। আশা করছি, আয়োজনটি সার্থক ও সুন্দর হবে’। রাতভর খেয়াল পরিবেশনা শেষে উৎসবের ইতি ঘটবে আগামীকাল ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়। #

আপডেটঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৫২
রাতভর গানের আয়োজন, গাইবেন করিম শাহাবুদ্দিন, অসিত কুমার ও ফেরদৌস আরা

সর্বশেষ