মান্দায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২২ | ০৬:৪১ | আপডেট: ২৪ মার্চ ২০২২ | ০৬:৪১
নওগাঁর মান্দায় বিলের একটি ধানক্ষেত থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের ডুবরির বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মঞ্জুরুল ইসলাম রিপন মান্দা উপজেলার দোডাঙ্গী হাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন পাইলটের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক।জানা যায়, বুধবার রাতে গ্রামের জামে মসজিদে আয়োজিত ইসলামী জালসা শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হন তিনি।
রিপনের মা মঞ্জুয়ারা বিবি জানান, বুধবার গ্রামের দেওয়ানপাড়া জামে মসজিদে ইসলামী জালসার আয়োজন করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে ছেলে রিপন জালসা শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। জালসা শেষ হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় আশপাশে খোঁজাখুজি করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল।
রিপনের চাচা আনিছুর রহমান আজাদ বলেন, বুধবার সন্ধ্যার দিকে জালসা বাড়ি শেষে জিলাপি কিনে ভাতিজা রিপন বাড়িতে আসে। রাতের খাবার খেয়ে সাড়ে ৮টার দিকে জালসা শোনার জন্য আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিরুদ্দেশ ছিল। বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে লোকজন একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, লাশের আলামত দেখে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- যুবকের লাশ উদ্ধার
- লাশ উদ্ধার
- রাজশাহী
- নওগাঁ
- মান্দা