ডাকাতের কবলে প্রাণ গেল কৃষকের

জুয়েলের মরদেহের সামনে তার স্বজনদের আহাজারি। ছবি- সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৮:৫৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৮:৫৬
'৬ মাস আগে বিদেশ থেকে আসে ছেলে জুয়েল। ধুমধাম করে বিয়েও দিই। ফুটফুটে নাতির অপেক্ষার প্রহর গুনছিলাম। কিন্তু সব শেষ হয়ে গেল।' কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ডাকাতের কবলে পড়ে নিহত জুয়েলের বাবা রফিকুল ইসলাম।
বুধবার সকাল সাড়ে ৬টায় গোমস্তাপুর উপজেলার কুইচাগাঁড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধূমানীনগর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশ থেকে ফেরার পর নাচোলে জমি বর্গা নিয়ে পেয়ারার বাগান গড়ে তোলেন জুয়েল। বুধবার ভোরে সহযোগী সাদ্দাম হোসেনকে নিয়ে মোটরসাইকেলে ওই বাগান দেখতে রওনা দেন। তাঁরা বেলালবাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়ায় পৌঁছলে ডাকাতের কবলে পড়েন।
এ সময় ২ ডাকাত তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে সঙ্গে থাকা টাকা পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ডাকাতরা চাকু দিয়ে তাঁকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। সঙ্গে থাকা সাদ্দাম নিরাপদ দূরত্বে সরে গিয়ে আত্মরক্ষা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
মোবারকপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য এজাবুল হক জানান, এলাকাটিতে মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটেই চলছে। এর প্রতিকার হওয়া জরুরি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে গোমস্তাপুর থানা।
গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।