ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সান্তাহারে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত ব্যক্তির আত্মহত্যা

সান্তাহারে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত ব্যক্তির আত্মহত্যা

খবর পেয়ে মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড় - সমকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২১

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (৩২) ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ডাঙ্গাপাড়া ও পালতা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কৃষক মিলন জানান, প্যান্ট ও গেঞ্জি পড়া অজ্ঞাত এক ব্যক্তি সান্তহার স্টেশনের অদুরে ডাঙ্গাপাড়া ও পালতা গ্রামের মাঝখানে ঘোরাফেরা করছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটির সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই দেহ খণ্ডবিখণ্ড হয়ে মারা যান তিনি।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর( ইউডি) মামলা হয়েছে।

আরও পড়ুন

×