ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

হতাশা থেকে ব্যবসায়ীর আত্মহত্যা: পুলিশ

হতাশা থেকে ব্যবসায়ীর আত্মহত্যা: পুলিশ

ফাইল ছবি

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ২২:৪৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ২২:৪৪

শেরপুরে মাযহারুল ইসলাম জিহান (২২) নামে এক ব্যবসায়ী হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে শহরের চক বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং মা ইলেকট্রনিক্সের মালিক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে ফোন করে। কিন্তু ফোন বাজলেও জিহান ফোন রিসিভ করছিল না। বুধবার ভোরে স্বজনরা তাকে খুঁজতে দোকানে আসেন। এসময় ফের ফোন দিলে দোকানের ভেতর থেকে রিং টোন বেজে উঠে। অনেক ডাকাডাকি করার পর কোন শব্দ না পেয়ে সাটার ভেঙ্গে দোকানে ঢুকে স্বজনরা দেখেন বিদ্যুতের তার গলায় পেঁচানো অবস্থায় ঝুলে আছে জিহান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনের ক্ষোভে দুঃখে হতাশা থেকে জিহান আত্মহত্যা করেছেন। হতে পারে নারী ঘটিত কিংবা কারো সঙ্গে বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

×