ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বৃদ্ধ মাকে ফেলে গেল নির্জন বিলে

বৃদ্ধ মাকে ফেলে গেল নির্জন বিলে

বিলের মধ্য থেকে উদ্ধার করা হয় বৃদ্ধাকে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ২০ মে ২০২৩ | ১৬:১৭

বয়স নব্বইয়ের কাছাকাছি। কঙ্কাল সার দেহ। মাথার একাংশজুড়ে টিউমার। লালচে ডান চোখ বের হয়ে যাচ্ছে। দাঁড়ানোর মতো ক্ষমতাও নেই। আ আ শব্দ ছাড়া মুখের ভাষা আর কিছু বোঝা যাচ্ছে না। এমন এক বৃদ্ধ মাকে নির্জন বিলের মাঝে ফেলে যাওয়া হয়। 

পরে হাঁস খুঁজতে গিয়ে তাঁকে দেখতে পেয়ে স্থানীয়দের জানান এক ব্যক্তি। ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হয়। পরে বৃদ্ধাকে আধ্‌মরা অবস্থায় উদ্ধার করে পুলিশ। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের ভালুয়া বিলে।

স্থানীয়দের ধারণা, মারার জন্যই তাঁকে নির্জন বিলে ফেলে যাওয়া হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। ভালুয়া বিলের অবস্থান উত্তর মুশল্লী এলাকায়। বিলটি নির্জন। 

বিলে ঝোঁপের মধ্যে পড়ে থাকা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় 

শনিবার বিকেলে এক ঝাঁক হাঁসের খোঁজে বিলের মাঝে যায় ফারুক মিয়া (১৭) নামে এক ব্যক্তি। তিনি দেখতে পান একটি উচু মাটির টিলায় ঝোঁপের মধ্যে পড়ে আছে এক বৃদ্ধা। নড়াচড়া নেই, তার ওপর মশা-মাছি ভনভন করছে। কাছে গিয়ে দেখতে পান আ আ শব্দ করছেন তিনি। পরক্ষণেই প্রতিবেশী যুবক রুবেলকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যান ফারুক। 

নিজেদের মোবাইল ফোন থেকে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান তারা। পরে নান্দাইল থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।  ৯৯৯ নম্বরে ফোন করা রুবেল জানান, ফারুক তার প্রতিবেশী। হাঁস পালন করেন। শনিবার ফারুক নিজের হাঁসের ঝাঁক আনতে বিলের মাঝখানে যায়। সেখান থেকেই তার মোবাইল ফোনে কল দিয়ে ঘটনা জানান। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান আব্দুল কাদির নামে এক ব্যক্তি। 

তার ভাষ্য, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে জিজ্ঞাসা করলে আধো আধো স্বরে জানান, তাঁর ছেলে তাঁকে তিন দিন আগে চোখমুখ ঢেকে এখানে ফেলে গেছেন। পরে এসে নিয়ে যাবে বলে গেলেও আর আসেনি। 

নান্দাইল থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন বলেন, বৃদ্ধা জানিয়েছেন তার ছেলে এখানে রেখে গেছেন। এমন ঘটনায় অবাক হয়ে গেছি। এ রকম ঘটনা বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল। পরে বৃদ্ধার শরীরের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করেছি।


আরও পড়ুন

×