ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

খুলনায় ভৈরব নদে মিলল অজ্ঞাত যুবকের লাশ

খুলনায় ভৈরব নদে মিলল অজ্ঞাত যুবকের লাশ

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১১:৩৩ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১১:৩৩

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে খুলনার ভৈরব নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে নগরীর খালিশপুরে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা সদর নৌ থানা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন করে ভাসমান লাশের কথা জানানো হয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ওসি জসিম উদ্দিন বলেন, নিহতের শরীরে পচন ধরেছে এবং কোনো কাপড় ছিল না। হয়তো ৩-৪ দিন আগের লাশ হবে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পিবিআই ও সিআইডির টিম তার পরিচয় শনাক্তে ইতোমধ্যে ঘটনাস্থলে এসেছে।

আরও পড়ুন

×