বখাটেদের মারধরে আহত ব্যবসায়ী মারা গেলেন হাসপাতালে

বখাটেদের মারধরে নিহত ব্যবসায়ী নজাক আলী
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০২:৫৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৩:০১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর বাজারে ঈদের দিন বিকেলে নজাক আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে মারধর করেছিল স্থানীয় কয়েকজন বখাটে। ঘটনার ১০ দিন পর রোববার (৯ জুলাই) বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ব্যবসায়ীর বড় ভাই নিয়ামত আলী জানান, ঈদের দিন বিকেলে নজাক আলী দোকানে বসা ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার পারভেজ মিয়া, ফয়সল মিয়া ও মান্না মিয়া দোকানে এসে কোরবানির মাংস নিয়ে তাঁর সঙ্গে তর্ক শুরু করে। একপর্যায়ে তারা নজাককে মারধর করে। ভাইয়ের চিৎকার শুনে মুফিজ আলী এগিয়ে আসলে তাঁকেও মারধর করে বখাটেরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন দু’ভাইকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নজাক আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান তিনি।
এ ঘটনায় রোববার রাতে পারভেজ, ফয়সল, মান্নাসহ ছয়-সাত জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় অভিযোগ দিয়েছেন নজাক আলীর বড় ভাই নিয়ামত আল।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, নিয়ামত আলী একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
/টিআর/
- বিষয় :
- হত্যাকাণ্ড
- ব্যবসায়ী
- বখাটে
- সিলেট
- মৌলভীবাজার
- কুলাউড়া