ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায়

শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৩:১১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১৩:১১

কিশোরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিলের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনা ঘটে সদর উপজেলার মাথিয়া ইইউ ফাজিল মাদ্রাসায়।

কয়েকজন অভিভাবক জানিয়েছেন, তারা সন্তানদের মাসিক বেতন দিচ্ছেন। অনেক অভিভাবক রয়েছেন, যাদের মাসিক বেতন দিতেই কষ্ট হয়। এর ওপর অধ্যক্ষ প্রত্যেক শিক্ষার্থীর ওপর মাসে ১০ টাকা বিদ্যুৎ বিল চাপিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম ও অপর সদস্য মো. শাহজাহান (সানাউল্লাহ) জানিয়েছেন, মাদ্রাসায় নতুন ভবন হয়েছে। বিদ্যুৎ বিল বেড়ে গেছে। সে কারণে আগস্ট-সেপ্টেম্বর মাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদ্যুৎ বিল বাবদ ১০ টাকা করে আদায় করা হয়। তবে মঙ্গলবার আলোচনা করে টাকা আদায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অধ্যক্ষ।

বিষয়টি শুনে বিস্মিত হয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমি জীবনে প্রথম শুনলাম শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুতের টাকা আদায় করা হয়। এ বিষয়ে আমার সঙ্গে অধ্যক্ষ কোনো কথা বলেননি।’


আরও পড়ুন