ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

কেসিসির মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আব্দুল খালেক

কেসিসির মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আব্দুল খালেক

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:৫৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:৫৩

নির্বাচনের চার মাস পর খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন তালুকদার আব্দুল খালেক। এ সময় সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। বুধবার দুপুরে নগর ভবনে অনাড়ম্বর অনুষ্ঠান ও সাধারণ সভার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন তারা।

দায়িত্ব গ্রহণের পর সিটি মেয়র বলেন, ‘৪০ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আজ থেকেই কাজ শুরু করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। খুলনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজট মুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু অবৈধ ইজিবাইক ও ইঞ্জিনচালিত রিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। নির্বাচনের পরে সড়কের অব্যবস্থাপনা দূরতে করতে অবৈধ যানবাহন আটক করা হবে।’ 

সিটি কপোরেশনের কর্মকর্তারা জানান, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেন। গত ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও খুলনার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন