ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ধারের টাকা চাওয়ায় তাছলিমাকে খুন করে দুঃসম্পর্কের ভাই

ধারের টাকা চাওয়ায় তাছলিমাকে খুন করে দুঃসম্পর্কের ভাই

নিহত তাসলিমা আক্তার। ছবি: সংগৃহীত

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১৪:১৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ১৪:১৮

বগুড়ায় ধারের ১০ হাজার টাকা চাওয়ায় তিন বছর বয়সী সন্তানকে একটি ঘরে বেঁধে রেখে মা তাছলিমা বেগমকে (২৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে তাঁর এক দুঃসম্পর্কের চাচাতো ভাই। গত বৃহস্পতিবার বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার রাতে পুলিশ তাছলিমার সেই চাচাতো ভাই খুনি শাকিব উদ্দিনকে বগুড়া সদরের রাজাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। শনিবার তাকে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনা হয়। এ সময় সংবাদ সম্মেলনে তাছলিমা খুনের বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

সুদীপ চক্রবর্তী জানান, বাসার পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজ দেখে মায়ের খুনিকে চিহ্নিত করেছে তাছলিমার ছেলে ছোট্ট কাজিম উদ্দিন। পুলিশকে সে জানায়, নানাবাড়ি থেকে আসা মামা শাকিবই তার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এর আগে মা ও মামা সোফায় বসে গল্প করে। মায়ের দেওয়া চানাচুর-বিস্কুট খেয়েছে মামা। শুক্রবার রাতে শাকিব নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পেশায় অটোরিকশাচালক শাকিব রাজাপুর গ্রামের আনিছার রহমানের ছেলে। তাছলিমা নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে শাকিব ওই বাসায় ঢোকে। এ সময় তার অটোরিকশাটি বাসার সামনে রাখা ছিল। শাকিব ওই বাড়িতে দেড় ঘণ্টা অবস্থান করে। ওই দিন রাত ৯টার দিকে তাছলিমার স্বামী সিরাজুল বাসায় ফিরে স্ত্রীর লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ সময় তাঁর একমাত্র সন্তান কাজিমকে পাশের ঘরে বাঁধা অবস্থায় পাওয়া যায়। কাজিমের মাথায়ও আঘাতের চিহ্ন ছিল।

এদিকে গ্রেপ্তার শাকিব হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে শাকিব নিশিন্দারা এলাকায় যায়। সেখানে তার অটোরিকশাটি পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে চাকার রিং বাঁকা হয়ে যায়। এ সময় শাকিব দুঃসম্পর্কের বোন তাছলিমার বাড়িতে গিয়ে তাঁর কাছ থেকে হাতুড়ি নিয়ে চাকা ঠিক করে। এর আগে শাকিব ১০ হাজার টাকা ধার নিয়েছিল তাছলিমার কাছ থেকে। তাছলিমা সে টাকা ফেরত চাইলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে শাকিব হাতুড়ি ছুড়ে মারে তাছলিমার দিকে। কিন্তু সেই আঘাত লাগে তাছলিমার ছেলে কাজিমের মাথায়। কাজিম মাটিতে লুটিয়ে পড়লে তাছলিমা উত্তেজিত হয়ে শাকিবকে পাল্টা আঘাতের চেষ্টা করেন। এ সময় শাকিব হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাছলিমাকে খুন করে। পরে কাজিমকে পাশের একটি ঘরে বেঁধে রেখে পালিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার সময় তাছলিমার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যায় শাকিব।

পুলিশ সুপার সুদীপ কুমার জানান, তাছলিমার স্বামী গত শুক্রবার সদর থানায় মামলা করেন। মামলার তদন্তভার পায় জেলা গোয়েন্দা পুলিশ। আহত কাজিম এখনও হাসপাতালে চিকিৎসাধীন। খুনে ব্যবহৃত হাতুড়ি, তাছলিমার ল্যাপটপ ও মোবাইল ফোনটিও পুলিশ শাকিবের কাছে থেকে উদ্ধার করেছে।



আরও পড়ুন

×