প্রধানমন্ত্রীকে কটূক্তি: চট্টগ্রামে যুবকের ৩ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:০৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:০৭
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাফায়েত হোসেন আয়ান নামে এক যুবককে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এ রায় দেন। রায় ঘোষণার পর ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
সাফায়েত সন্দ্বীপের রহমতপুর এলাকার নতুন বাড়ির প্রবাসী জাফর উল্ল্যাহর ছেলে।
সাইবার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩টি ধারায় সাফায়েত হোসেনের বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে একটি ধারায় এক বছর, দ্বিতীয় ধারায় আরো এক বছর এবং তৃতীয় ধারায় আদালত তিন বছর কারাদণ্ড দিলেও তিনটি সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাকে তিন বছর সাজাভোগ করতে হবে।
২০২০ সালের ৬ অক্টোবর ‘শাফায়েত আয়ান’ নামের ফেসবুক অ্যাকাউন্টে থেকে নোয়াখালীতে একটি ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক ও কুরুচিপূর্ণ পোস্ট দেন সাফায়েত।
এ ঘটনায় সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগ সভাপতি ফয়সাল উদ্দীন ওই সময় সন্দ্বীপ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলায় ৮ অক্টোবর সাফায়েতকে গেপ্তার করে পুলিশ।