ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পরিবহন শ্রমিককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

পরিবহন শ্রমিককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৫০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৫০

চট্টগ্রামে এক পরিবহন শ্রমিককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে নগরের বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল বশর (৪৫) নগরের চাক্তাই কর্ণফুলী সেতু এলাকার আব্দুল মজিদ বলীর ছেলে। তিনি রাইডার পরিবহনের লাইনম্যানের সহযোগী হিসেবে কাজ করেন।

স্বজনের অভিযোগ, ডাকাতির মামলার আসামি ধরতে পুলিশকে সহযোগিতা করায় চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলম ও তাঁর সহযোগীরা বশরকে মারধর করে। তবে বিষয়টি অস্বীকার করেছেন জানে আলম।

আবুল বশরের বোন রোজী আক্তারের অভিযোগ, জানে আলমের সঙ্গে স্থানীয় স’মিল মালিক কাসেমের বিরোধ রয়েছে। মাসখানেক আগে কাসেমের স’মিলে ডাকাতি হলে তিনি জানে আলমসহ তাঁর লোকজনের বিরুদ্ধে মামলা করেন। স্থানীয় হিসেবে আসামি ধরতে আবুল বশরের সহযোগিতা নেয় পুলিশ।

এতে ক্ষিপ্ত হয়ে জানে আলম ও তাঁর সহযোগীরা বুধবার সন্ধ্যায় বশরুজ্জামান চত্বরের রাইডার স্টেশন থেকে বশরকে ধরে নিয়ে যায়। পরে কাজী ফার্মেসি এলাকায় নিয়ে বশরকে বেধড়ক মারধর করে। স্বজনরা গেলে তাদেরও মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ গেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বশর এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি।

তবে জানে আলম বলেন, আবুল বশর নামে কাউকে চিনি না। এ ধরনের ঘটনা সম্পর্কেও জানি না। কিছুক্ষণ আগে সাংবাদিকরা জানতে চাওয়ার পর বিষয়টি জেনেছি। আমার সঙ্গে কারও বিরোধ নেই।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ওই রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। হাসপাতালে একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। 

আরও পড়ুন

×