ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

উপকূল অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণার দাবি

উপকূল অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণার দাবি

বিশ্ব পানি দিবসে শুক্রবার সুপেয় পানি সরবরাহের দাবিতে বাগেরহাটের মোংলায় নদীর পাড়ে কলসি হাতে মানববন্ধনে অংশ নেন উপকূলের বাসিন্দারা সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ০১:২৯

সুন্দরবন উপকূলে শতকরা ৭৩ ভাগ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত বা পানের অযোগ্য পানি খেতে বাধ্য হচ্ছে। উপকূলীয় এলাকায় লবণাক্ততা আগের তুলনায় শতকরা ২৬ ভাগ বৃব্ধি পেয়েছে। লবণাক্ততা এ অঞ্চলের মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। বাংলাদেশ পানি আইনের ১৭ ধারা অনুযায়ী উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে শুক্রবার সকালে মোংলা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ‘নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ন্যায্যতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন। মিঠা পানির সহজলভ্যতা নিশ্চিত করতে আসন্ন জাতীয় বাজেটে উপকূল অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ারও দাবি জানান তারা। 

ওয়াটারকিপার্স বাংলাদেশ, লিডার্স, বাদাবন সংঘ, ধরিত্রী রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান। এতে অন্যদের মধ্যে ব্র্যাকের জলবায়ু প্রকল্প ম্যানেজার শফিকুর রহমান স্বপন, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ধরিত্রী রক্ষায় আমরার মোল্লা আল মামুন, লিডার্সের জলবায়ু প্রকল্প সমন্বয়কারী কৌশিক রায়, বাদাবনের হোসনে আরা, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, নদীকর্মী হাছিব সরদার, পরিবেশকর্মী শেখ রাসেল প্রমুখ বক্তব্য দেন। বৈঠকটি সঞ্চলনা করেন পশুর রিভার ওয়াটারকিপারের মো. নুর আলম শেখ।

বিশ্ব পানি দিবস উপলক্ষে এর আগে সংগঠনগুলোর উদ্যোগে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে র‍্যালি ও মানববন্ধনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত লবণাক্ততার কবল থেকে উপকূলবাসীকে রক্ষা ও পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের দাবিতে ওই র‍্যালি ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি- পেশার লোক খালি কলস হাতে অংশ নেন। 

আরও পড়ুন

×