ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ধরলা সেতুর সংযোগ সড়কে ধস, পরে মেরামত

ধরলা সেতুর সংযোগ সড়কে ধস, পরে মেরামত

ধরলা সেতুর ধসে যাওয়া সংযোগ সড়ক মেরামতে কাজ করছেন শ্রমিকরা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১৬:৪০

দ্বিতীয় ধাপের বন্যায় টানা ১১ দিন ধরে পানিতে নিমজ্জিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল। জেলার প্রধান সব নদ-নদীর পানি গতকাল বুধবার দুপুরের পর থেকে আবারও বাড়তে শুরু করেছে। ধরলা,দুধকুমার ও ব্রহ্মপুত্র বইছে বিপৎসীমার উপর দিয়ে। বন্যার পানির তোড়ে বৃহস্পতিবার সকালে ধরলা সেতুর সংযোগ সড়কের কিছু অংশ ধসে পড়ে। এতে নাগেশ্বরী,ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী উপজেলার সঙ্গে সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সওজের পক্ষ থেকে সড়কের ধসে যাওয়া অংশ দ্রুত মেরামত করায় দুপুরের পর আংশিকভাবে যান চলাচল শুরু হয়েছে। 

স্থানীয় ব্যবসায়ী মো. আবু মিয়া বলেন, তিনি সকাল সাড়ে ৭টার দিক দোকান খুলতে এসে দেখেন ধরলা সেতুর সংযোগ সড়কের কিছু অংশ ধসে খালে পরিণত হয়েছে। এসময় সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল।

ট্রাক চালক হযরত আলী বলেন, তিনি সোনাহাট বন্দর থেকে পাথর আনতে যাচ্ছিলেন। সকালে সেতুর টোল পরিশোধ করে সেতু পার হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় দেখতে পান সেতুর সংযোগ সড়কের কিছু অংশ ধসে পড়েছে। 

জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, কুড়িগ্রামে সকাল থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে । তিনি সকালে ধরলা সেতুতে পানি দেখতে গিয়ে দেখেন সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক ধসে গেছে। পরে সওজের কর্মকর্তাদের জানানোর পর দ্রুত ধসে যাওয়া অংশ মেরামতে কাজ শুরু করে তারা।  

এদিকে বন্যার পানি বাড়ায় বৃহস্পতিবার ধরলা নদীর তীরবর্তী ভোগডাঙ্গা ,পাঁছগাছি ও শুলকুর বাজার এলাকার বেশ কয়েকটি পাকা সড়ক ডুবে গেছে। এসব এলাকায় যান চলাচল বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

জেলা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ধরলা সেতুর পূর্বদিকের সংযোগ সড়কের প্রায় ১৫ মিটার অংশ ধসে গেছে। আপাতত বালু ও খোয়া ফেলে ধীর গতিতে যান চলাচলের জন্য মেরামত করা হচ্ছে। বর্ষা মৌসুম শেষে স্থায়ীভাবে মেরামত করা হবে। 


 

আরও পড়ুন

×