ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিনশ পরিবারকে সহায়তা 

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিনশ পরিবারকে সহায়তা 

দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৩:৫৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ১৪:২২

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিনশ পরিবারকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ইউকেএইডের আর্থিক সহযোগীতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। কারিতাস বাংলাদেশ, জাবারাং কল্যাণ সমিতি বিতরণ কার্যক্রমে সহায়তা করে।

মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন সাংবাদিক প্রদীপ চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল, উপজেলার রির্সোস সেন্টারের ইনস্ট্রাক্টর মাইন উদ্দিন, জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। 

এর আগে বিভিন্ন সময়ে দীঘিনালা, বাবুছড়া, বোয়ালখালী, কবাখালীসহ চার ইউনিয়নের ৭'শ পরিবারকে আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।


 

আরও পড়ুন

×