ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

চাঁদা দাবির অভিযোগ

শ্রমিক দলের সভাপতিকে অব্যাহতি 

শ্রমিক দলের সভাপতিকে অব্যাহতি 

ফাইল ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:২২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার রাতে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস আলম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

অভিযোগ থেকে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা পূর্ব ঢাকা রোড পশ্চিম সিংড়া এলাকার ব্যবসায়ী হাফিজুর রহমান মিন্টুর কাছে চাঁদা দাবি করেন। মিন্টু বিষয়টি থানা ও বগুড়া জেলা শ্রমিক দল সভাপতির কাছে লিখিতভাবে জানান। বগুড়া শ্রমিক দল অভিযোগ তদন্ত করে সত্যতা পায়। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মাসুদ রানাকে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর শ্রমকি দলের সহসভাপতি আতাউর রহমান রিকুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অব্যাহতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীর দেওয়া অভিযোগ মিথ্যা ও বানোয়াট। 


 

whatsapp follow image

আরও পড়ুন

×