ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

গুরুদাসপুর বিএনপির দুই নেতার দ্বন্দ্ব চরমে 

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

গুরুদাসপুর বিএনপির দুই নেতার দ্বন্দ্ব চরমে 

ফাইল ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৫

নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সম্পাদকের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। সোমবার তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। দুই নেতার দ্বন্দ্বের প্রভাবে বিভক্তি দেখা দিয়েছে নেতাকর্মীর মধ্যে।

বেলা ১১টায় পৌর শহরের চাঁচকৈড় বাজারে শিক্ষা সংঘে পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু সংবাদ সম্মেলন করেন। তাঁর দাবি, ২০২১ সালের শেষ দিকে ৪ লাখ টাকা জামানত ও মাসিক ১৮ হাজার টাকায় তার গুদামঘর ভাড়া নেন ব্যবসায়ী সাংবাদিক আনিছুর রহমান। সেখানে তিনি সিনেমা হল নির্মাণ করেন। রাজনৈতিক প্রভাবে নিয়মিত ভাড়া পরিশোধ না করে চুক্তির শর্ত ভঙ্গ করেন তিনি। এ ছাড়া ভবন নির্মাণসহ ওই সিনেপ্লেক্সে অনৈতিক কার্যক্রম শুরু করেন। সরকার পতনের পর ৮ আগস্ট সন্ধ্যায় সেখানে এলাকার কিছু দুষ্কৃতকারী ভাঙচুর চালায়। ২৮ আগস্ট সিনেপ্লেক্সের মালিক আনিছুর রহমান তাঁকে অভিযুক্ত করে আদালতে মামলা ও ২৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ দেন। 

মশিউর রহমান আরও দাবি করেন, আনিছুর রহমান সংবাদ সম্মেলনে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্য উপস্থাপন করেছেন। এ মামলার নেপথ্যে ইন্ধন  দিয়ে চলেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকার। দুলাল সরকার গুরুদাসপুর পৌর নির্বাচনে তাঁর প্রতিপক্ষ হিসেবে মেয়র নির্বাচন করবেন। সে কারণেই তাঁর চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও মিজানুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ, ছাত্রদল নেতা সেলিম শাহসহ কয়েকশ নেতাকর্মী।

শিক্ষা সংঘের সংবাদ সম্মেলনের ৪ ঘণ্টা পর একই সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল সরকার চাঁচকৈড় বাজারের সাথীর রান্নাঘর রেস্তোরাঁয় পাল্টা সংবাদ সম্মেলন করেন। বলেন, তিনি মেয়র পদে নির্বাচনের ঘোষণা দেওয়ায় মশিউর রহমান তাঁর বিষোদ্গার করছেন। বিএনপির দুঃসময়ে মশিউর রহমান দলের নেতাকর্মীর পাশে ছিলেন না। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তাঁকে চলতে দেখা গেছে। ব্যবসায়ী আনিছুর রহমানকে দিয়ে মামলা করানো বা মামলার ইন্ধন দেওয়ার বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। বরং মশিউর রহমান মদন শর্মাকে দিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। 

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির জ্যেষ্ঠ সভাপতি নাজমুল করিম নজু, যুগ্ম সম্পাদক মিলন মাহমুদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, পৌর বিএনপি নেতা হাবিব শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×