দিনাজপুর মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদনে রেকর্ড

ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ২০:০৫
উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। গত অক্টোবরে ১ লাখ ৪৯ হাজার ২৫ টন পাথর উত্তোলন করেছে প্রতিষ্ঠানটি। আগে এ খনিতে সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল।
খনির কোম্পানি সচিব সালাতেয়ারা বেগম জানান, বর্তমানে খনিতে ১০ লাখ টনের বেশি পাথর মজুত রয়েছে। জিটিসি পাথর উত্তোলন ধারা অব্যাহত থাকলে আগামী দেড় থেকে দুই মাসের মজুত রাখা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের নতুন রেকর্ডের ফলে খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। তবে বিক্রি না বাড়লে পাথর রাখার জায়গার অভাবে উৎপাদন বন্ধ রাখতে হবে।
সালাতেয়ারা জানান, সরকারি উন্নয়ন কাজে ব্যবহার বাধ্যতামূলক না করলে খনির পাথর বিক্রি বাড়বে না।
দেশের একমাত্র পাথর খনি হিসেবে বাণিজ্যিকভাবে ২০০৭ সালের ২৫ মে যাত্রা শুরু করে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)। ২০১৩ সালের জুন পর্যন্ত লোকসানে ছিল। পরে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামকে (জিটিসি)।
দুই শতাধিক বিদেশি খনি বিশেষজ্ঞ ছাড়াও কর্মকর্তা, প্রকৌশলী, শ্রমিকসহ ৯ শতাধিক কর্মকর্তা তিন শিফটে কাজ করছেন। ২০১৮-১৯ অর্থবছরে লাভের মুখ দেখে সরকারি খনিটি। পরে ২০২১ সালের সেপ্টেম্বরে জিটিসির সঙ্গে ছয় বছরের জন্য পুনর্চুক্তি করে সরকার।