জলবায়ু ন্যায্যতা দাবিতে সাইকেল শোভাযাত্রা

হবিগঞ্জের বাডস কেজি অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বাইসাইকেল শোভাযাত্রা সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ২৩:০৩
জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয় এবং প্রাণ-প্রকৃতি, জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতের কথা বিবেচনা করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছে সচেতন বিশ্ব।
এরই ধারাবাহিকতায় জলবায়ু ন্যায্যতার দাবিতে বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে হবিগঞ্জে। শুক্রবার সকাল ১০টায় জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের আয়োজনে এই সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বাডস কেজি অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণ থেকে বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ সংগঠক বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুরাতন খোয়াই নদীর স্টাফ কোয়ার্টার এলাকায় গিয়ে শেষ হয়।
অধ্যাপক জহিরুল হক বলেন, চলতি বছর গরমের দাপট, উপর্যুপরি বন্যা, ঘূর্ণিঝড় ও বজ্রপাতে দেশব্যাপী প্রাণ ও ফসলহানির ঘটনা ঘটেছে। এতে খাদ্যনিরাপত্তা হুমকিতে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে জলবায়ু স্থিতিস্থাপকতা অর্জনের সামর্থ্য নিশ্চিত করা জরুরি।
- বিষয় :
- শোভাযাত্রা