পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন

সড়কের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ২০:৩২
দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সড়কের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এ উপলক্ষে বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নয়নে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামসুল আলম পিন্টু, শাহাদাত হোসেন ডাবলু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সরদার জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শেখ দিন মাহমুদ, এইচ এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এইচএম হাশেম, পাইকগাছা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বিশ্বজিৎ সাধু, সাংবাদিক তপন পাল, প্রবীর জয়, শেখ নদীর শাহ, শেখ খাইরুল ইসলাম প্রমুখ।