ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাসের হেল্পার নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাসের হেল্পার নিহত

ছবি: সমকাল

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা ও ফরিদপুর অফিস

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৮:২৭

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে সড়ক দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে আসলে শ্রাবণী কনস্ট্রাকশন লিমিটেডের গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন ১৫ জন। 

নিহত ব্যক্তির নাম মো. মিলন শেখ (২৫)। তিনি ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা। এ সময় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আহত ইসমাইলের বাড়ি সদর উপজেলার গোল ডাঙ্গিরচর এবং আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সমীর নন্দী জানান, বেলা আনুমানিক একটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন ও শ্রাবণী কনস্ট্রাকশনের ড্রাইভার মো. ইসমাইল (৪৫) গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর ইমতিয়াজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত হেল্পা‌রের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনাস্থলে রেকার দিয়ে যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন

×