বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা
শেখ হাসিনা ও আমুর নামে ঝালকাঠিতে দুই মামলা
জি এম কাদের-চুন্নুসহ ১৪৫ জনের নামে মামলা সিদ্ধিরগঞ্জে

ছবি: সমকাল
ঝালকাঠি ও নলছিটি প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২২:২২
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৪২ জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় দুটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি জীবা আমিনা আল গাজীর প্রচারে হামলার ঘটনায় শনিবার মামলা দুটি হয়।
জীবা আমিনার করা এসব মামলায় শেখ হাসিনা ও আমু ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে তিন শতাধিক ব্যক্তিকে।
জীবা আমিনার আইনজীবী ফয়সাল খান বলেন, ২০১৮ সালে নির্বাচনের প্রচারণা চলাকালে ১৩ ডিসেম্বর ঝালকাঠি শহরে এবং ১৪ ডিসেম্বর নলছিটিতে জীবা আমিনার ওপর শেখ হাসিনা ও আমুর নির্দেশে হামলা করা হয়েছিল। এ ঘটনায় গতকাল দুটি মামলা হয়েছে।
জীবা আমিনা বলেন, ‘২০১৮ সালে আমি ঝালকাঠি-২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আমুর নির্দেশে আমার ওপর অতর্কিত হামলা করে। এতে আমিসহ আমার দলের অর্ধশত নেতাকর্মী আহত হন। আমার গাড়িও ভাঙচুর করা হয়। এতদিন ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের কারণে কেউ মামলা করতে পারেনি। এখন সময় এসেছে। তাই মামলা করেছি।’
ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামান ও নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, জীবা আমিনা ঝালকাঠি থানায় ২৪ জনের নামে ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। আর নলছিটি থানায় ১৮ জনের নামে ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। মামলা দুটি রেকর্ডের কাজ প্রক্রিয়াধীন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই আরিফ মিয়া নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০০-৫০০ জনকে।
ভুক্তভোগী আরিফ নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করেন। শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম এসব তথ্য জানিয়েছেন।
- বিষয় :
- হামলা
- শেখ হাসিনা
- আমির হোসেন আমু
- মামলা
- জি এম কাদের