ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০৮:৫২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ০৮:৫৪

রাজশাহীর মোহনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতালে ভর্তি আছেন। 

বুধবার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ধারনা করছে তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানা এলাকায়। 

মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান,  দুই মোটরসাইকেলে চার আরোহী রাজশাহী থেকে নওগাঁর মান্দার দিকে যাচ্ছিলেন। তারা মোহনপুর উপজেলার কেশরহাট কালিতলায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক সামনে থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন আরোহী মারা যান। গুরুতর আহত একজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় জানা যায়নি। তিনটি মরদেহ মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে। 

আরও পড়ুন

×