ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ১

রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ১

রাঙামাটির লংগদু উপজেলার ম্যাপ

রাঙামাটি অফিস 

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৬:০৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৮:০২

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা (৩২)। তার বাড়ি খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায়। তিনি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে একাধিক সূত্র জানিয়েছে। 

তবে ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা জানিয়েছেন, নিহত ব্যক্তি তাঁদের কর্মী নন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার করেছে। 

জানা গেছে, কাট্টলী এলাকার ১ নম্বর ওয়ার্ডের কিচিং ছড়ায় বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী অভিযানে যায়। সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ম্রাঅং মারমা নিহত হয়। 

লংগদু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। 

লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, এক ব্যক্তি নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। তবে কীভাবে ওই ব্যক্তি নিহত হয়েছেন তা তিনি জানাতে পারেনি।

আরও পড়ুন

×