ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

কসবা সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

কসবা সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

ছবি: সংগৃহীত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১৮:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার রাতে কসবা উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে ৬০ বিজিবির সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন, ভারতীয় নাগরিক রাজু ও সোহাগ। তাদের বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায়।

রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটকরা শনিবার (৪ জানুয়ারি) রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চোরাচালান পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বীকার করেন তারা।

চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় থানায় সোপর্দ করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদির জানান, বিজিবির পক্ষ থেকে মামলা গ্রহণ করে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×