ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবরারের মা

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবরারের মা

আবরার ফাহাদ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ১৭:২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা রোকেয়া খাতুন। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

আজ রোববার ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় ঘোষণার সময় আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে ছিলেন। 

রোকেয়া খাতুন বলেন, ‘এখন আমাদের একটাই চাওয়া এ রায়টা যেন দ্রুত কার্যকর করা হয়। রায় কার্যকরের মধ্য দিয়ে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যত ছাত্র শিক্ষা নিতে পারবেন। তারা যেন এমন কাজ আর করতে সাহস না পান।’

তিনি আরও বলেন, ‘আমার মতো কোনো মায়ের যেন সন্তান হারাতে না হয়। আর কোনো ছেলেকে যেন অল্প বয়সে নির্মমভাবে জীবন দিতে না হয়। এ জন্য রায়টা দ্রুত কার্যকর করা হোক সেটাই চাওয়া।’

আরও পড়ুন

×