এক দশক ধরে শিকলে বন্দি সাজেদুল

সাজেদুল ইসলাম
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ২২:৩২ | আপডেট: ২৯ জুন ২০২০ | ২২:৪৬
সিরাজগঞ্জের তাড়াশে প্রায় এক দশক ধরে শিকলে বন্দি মানসিক প্রতিবন্ধী সাজেদুল ইসলাম (১৯)।
তাড়াশ পৌর এলাকার সোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের একমাত্র ছেলে। তিন সদস্যের সংসারে খাবারের চিন্তায় বাড়ির সামনে গাছের সঙ্গে একমাত্র প্রতিবন্ধী ছেলেটার পা শিকলে বেঁধে কাজে চলে যান বাবা-মা। আর কখনো রোদ পুড়ে, বৃষ্টিতে ভিজে শিকলে বন্দি জীবন কাটে অসহায় সাজেদুলের।
সাজেদুলের বাবা আব্দুস সামাদ জানান, অভাব অনটনের সংসারে একমাত্র ছেলের চিকিৎসার জন্য তারা স্থানীয়ভাবে যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্ত কাজ হয়নি।
তিনি বলেন, ভালভাবে চিকিৎসককে দেখালে হয়তো আমার ছেলেটি ভালও হয়ে যেতে পারে। দিনমজুরি করে কোনমতে চলি। চিকিৎসা করানোর সাধ্য আমাদের নাই।
এদিকে, কয়েক মাস আগে সাজেদুলের বোন সালমা খাতুন (১১) মারা যাওয়ায় ওই পরিবারে কষ্ট আরো বেড়ে গেছে।
আব্দুস সামাদ আক্ষেপ করে বলেন, আমার মেয়েটি মারা যাওয়ার পর এখন ছেলেটিই সম্বল। কেউ আমাদের একটু সাহায্য করলেই ছেলেটির চিকিৎসা করাতে পারি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. আলাউদ্দিন বলেন, প্রতিবন্ধী সাজেদুলের ভাতার ব্যবস্থা করেছি। এছাড়া তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে সমাজসেবার কার্যক্রমের আওতায় তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে।
- বিষয় :
- তাড়াশ
- শিকলে বন্দি