রাজধানীতে ছিনতাইকারীর হাতে কলেজছাত্র নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৪:৪১
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান হাবিব (১৮) নামে এক কলেজছাত্র নিহত এবং রুহুল আমিন (১৭) নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবির
জিসান নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের ছেলে এবং স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত রুহুল ধামরাইয়ের ইসলামপুরের ইকরা মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা একে অপরের আত্মীয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, জিসান আবদুল্লাপুরে একটি বাসে বসে থাকা অবস্থায় জানালা দিয়ে এক ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাস থেকে নেমে জিসান ও রুহুল ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন। কিন্তু তাদের ছুরি মেরে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন জিসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।