রাজধানীতে ট্রেনের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১ | ০৯:০১ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ০৪:০১
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় প্রদীপ কুমার সরকার (৪২) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, নিহত প্রদীপ কুমারের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার উত্তর দারিয়াপুর গ্রামে। বুধবার সকাল ১০টার দিকে তিনি খিলক্ষেত রেলক্রসিং এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বিমানবন্দর রেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, অন্যমনস্ক থাকায় বা কোনো কারণে তিনি ট্রেনের আওয়াজ শুনতে পাননি। ফলে এ দুর্ঘটনা ঘটে। তিনি অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।
- বিষয় :
- খিলক্ষেত
- দুর্ঘটনা
- পল্লী চিকিৎসক