দর্শকের রুচি ও চাহিদার মূল্য দিতে চাই: সাইমন

সাইমন সাদিক
নন্দন প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:৪৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:৫৪
২০২২ সালের নভেম্বরে চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত ‘লাইভ’ সিনেমা মুক্তি পায়। সাধারণত যে ধারার সিনেমাটিতে সাইমন অভিনয় করেন এটি ছিল তার থেকে কিছুটা আলাদা। মানে এফডিসির ফর্মুলার বাইরের সিনেমা। বলতে গেলে সে সময় থেকেই ফর্মুলার বাইরে ছবিতে পথচলা শুরু সাইমনের।
এ পথচলাটিই অব্যাহত রাখতে চাইছেন এই নায়ক। বললেন, ‘যে ধরনের ছবিতে এতদিন অভিনয় করে আসছি, এখন থেকে সে ধারা থেকে কিছুটা সরে আসার চেষ্টা করছি। একেবারে ফর্মুলার বাইরের সিনেমায় অভিনয়ের দিকে জোর দিচ্ছি। এই সময়ে দর্শকরা যে ধরনের গল্পনির্ভর সিনেমা চান, সে ধরনের সিনেমাতেই আমাকে পাওয়া যাবে।’
ক্যারিয়ারের শুরু থেকেই বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করে আসছেন সাইমন। হুট করে ট্র্যাক বদল করে ভিন্ন পথে হাঁটতে চাইছেন কেন? সাইমন জানালেন, ‘অনেক তো করলাম। এবার একটু ভিন্ন পথে হেঁটে দেখি। এখন দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে। তারা এখন সিনেমায় ভিন্ন টাইপের নির্মাণ ও গল্প আশা করে। সময়ের সঙ্গে তো আমাদেরও পরিবর্তন হতে হয়। দিনশেষে দর্শকদের ভালোবাসার জন্যই তো আমরা। তাই তাদের রুচি ও চাহিদার মূল্য দিতেই হবে।’
ভিন্ন ধারার গল্পে হাঁটতে গিয়ে সাইমন সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘ডোডুর গল্প’ নামে একটি সিনেমার। যে সিনেমায় নেই অ্যাকশন বা ধুন্ধুমার কিছু। তবে থাকছে সাবলীল একটি গল্প। যে গল্পে সাইমন একজন ফটোগ্রাফার। তার চরিত্রের নাম রায়হান। নির্মাণ করছেন রেজা ঘটক। এতে সাইমনের নায়িকা পরীমণি।
সাইমন বলেন, ‘অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এ সিনেমাটির গল্প একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস, পরিচালক এটি যত্ন সহকারে নির্মাণ করবেন।’
সাইমন জানালেন, তার অভিনীত আটটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। এর মধ্যে রয়েছে– ‘আনন্দ অশ্রু’, ‘বাহাদুরী’, ‘গ্যাংস্টার’, ‘জলরঙ’, ‘শেষ বাজী’, ‘চাদর’, ‘নরসুন্দর’, ‘নদীর বুকে চাঁদ’। সাইমনের প্রত্যাশা– সিনেমাগুলোর প্রায় সবই গল্পনির্ভর। যাতে নতুন এক সাইমনকে আবিষ্কার করবেন দর্শক।
- বিষয় :
- সাইমন সাদিক
- ঢালিউড