ফিরে দেখা ২০২৪
স্ত্রী ও পুষ্পার বছর

আল্লু অর্জুন ও শ্রদ্ধা কাপুর
উপমা পারভীন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৩:০৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৬:২৮
বলিউড সিনেমার বক্স অফিসে ‘পুষ্পা’ কিংবা ওটিটির ‘পঞ্চায়েত’। চলতি বছর বলিউডে অনেক সিনেমা ও সিরিজ মুক্তি পেয়েছে। এ বছর সাফল্যের ঝুলিতে যেমন ছিল মৌলিক বিষয়, তেমনি ছিল সিক্যুয়েল সিনেমার ব্যবসা। আবার কোনো সিনেমা নিয়ে ব্যাপক আশা থাকলেও তা পুরোনো হয়নি। এই যেমন আলিয়া ভাট ও করণ জোহরের ‘জিগরা’।
সিনেমাটি নিয়ে আলিয়া ভক্তদের কতই না আশা ছিল। কিন্তু যা চকচক করে তা সোনা হয় না। আলিয়ার মতো অভিনেত্রী থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ভাসান বালা পরিচালিত ছবিটি। ৯০ কোটি বাজেটের সিনেমার আয় মাত্র ৫৫ কোটি। ‘জিগরা’র মতো অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি আলী আব্বাস জাফরের এই সিনেমাটি।
অ্যাকশন, কমেডি, দেশভক্তি– সবই আছে, কিন্তু কিছুতেই যুক্তি নেই। কারণ, গল্প এবং চিত্রনাট্য কমজোরি। যার দরুন ছবি দর্শকমনে কোনো দাগই কাটতে পারে না। সাড়ে ৩০০ কোটি বাজেটের ছবি কোনোভাবে একশ কোটি আয় করতে পেরেছে। দীর্ঘদিন পর রোমান্টিক জুটি হিসেবে অজয় দেবগন ও তাব্বুকে পাওয়া গিয়েছিল ‘অউরো মে কাহা দম থা’ সিনেমায়। নীরজ পান্ডে পরিচালিত ছবির বাজেট যেখানে ১০০ কোটি, ছবির আয় মাত্র ১২.৯১ কোটি টাকা। কয়েক বছর আগে ‘শেরশাহ’ হয়ে বক্স অফিসে দারুণ সফল হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু একই রূপে আর কতবার?
‘যোদ্ধা’ সিদ্ধার্থকে আর জনতা সেভাবে সমর্থন দেয়নি। করণ জোহর প্রযোজিত এই ছবি তৈরির জন্য খরচ হয়েছিল ৫৫ কোটি টাকা। আয় মাত্র ৫২ কোটি। নারীকেন্দ্রিক সিনেমা বা সিরিজের সংখ্যা এমনিতেও বলিউডে খুবই কম। তবুও দু-একটা যা হয়েছে, সেসবের গল্পে মূলত পুরুষতন্ত্রকে সমালোচনা করে নারীর জয়গান ছিল। এই চক্রব্যূহ থেকে কাজল-কৃতীর ‘দো পাত্তি’ও বেরোতে পারল না। দুর্বল চিত্রনাট্যে করণে ফ্লপ হলো প্রযোজক কৃতী স্যাননের প্রথম ছবি। অন্যদিকে ‘খেল খেল মে’ সিনেমায় এক খেলার টেবিলে প্রচুর উপাদান সাজানোর চেষ্টা করেছিলেন পরিচালক মুদাসসার আজিজ। অক্ষয় কুমার, তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদিন খান, এম্মি ভির্ক, আদিত্য শীল, প্রজ্ঞা জয়সওয়াল সিনেমাটি ১০০ কোটি টাকায় নির্মিত হয়। ছবিটি আয় করতে পেরেছে মাত্র ৫৬ কোটি রুপি। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’– সিনেমার নামেই দুষ্টুমির প্রশ্রয় নিয়েছিলেন নির্মাতা রাজ শালিন্ড্য। রাজকুমার রাওয়ের মতো অভিনেতাও এই সিনেমাকে বাঁচাতে পারলেন না। অন্যদিকে বলিউডের ক্রেজ তৃপ্তি দিমরিকে এই সিনেমায় সাদামাটা হিসেবেই দেখানো হয়েছে।
ব্যবসা সফল সিনেমা
২০২৪ সালের বলিউড বক্স অফিস ছিল নানা চমকে ঠাসা। এখন পর্যন্ত ‘স্ত্রী টু’ আছে শীর্ষে। তবে হিন্দির সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ ভারতের সিনেমাগুলিও বক্স অফিস মাতিয়েছে সমান তালে। ফাইটার ছিল বছরের প্রথম বলিউড হিট। দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে ২১২ কোটি ৭৯ লাখ রুপি আয় করেছে। ‘হনুমান’ ছিল মূলত একটি তেলেগু সিনেমা। এই বছরের সবচেয়ে প্রশংসিত গল্পগুলোর মধ্যে একটি। সিনেমাটির শুধু হিন্দি ভাষার সংস্করণ ব্যবসায় করেছে ৫২ কোটি ২৯ লাখ রুপি। ‘তেরি বাতো মে অ্যাইসা উলঝা জিয়া’ চলতি বছরে ফেব্রুয়ারিতে মুক্তি পায়। ভারতীয় বক্স অফিসে এটি আয় করে ৮৫ কোটি ১৬ রুপি। প্রধান চরিত্রে ছিলেন কৃতি শ্যানন এবং শহীদ কাপুর। ইয়ামি গৌতম অভিনীত ‘আর্টিকল ৩৭০’ আয় করে ৭৮ কোটি ১২ লাখ রুপি। সিনেমাটির এই সাফল্য ছিল অপ্রত্যাশিত। কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ এর সাফল্য শুধু অর্থের অঙ্কে পরিমাপ ভুলই হবে। যদিও সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছিল ২১ কোটি ১১ লাখ রুপি, কিন্তু নারীবাদী দৃষ্টিকোণ থেকে নির্মিত এর গল্প সমাজে দারুণ প্রভাব ফেলেছে। অজয় দেবগন এবং আর মাধবন অভিনীত ‘শয়তান’ বক্স অফিসে রীতিমতো আগুন লাগিয়ে দেয়। ভারতে এর আয় গিয়ে দাঁড়ায় ১৪৮ কোটি ২১ লাখ রুপি। ম্যাডক ফিল্মস এর হরর-কমেডি ‘মুনজিয়া’ বক্স অফিসে পায় হিট সিনেমার তকমা। ছবিটি ভারতে ১০২ কোটি ৫৩ লাখ রুপি আয় করে। কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ভারতের চলচ্চিত্র সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। কবির খান পরিচালিত এই সিনেমাটি ৬৩ কোটি ৫৬ লাখ রুপি আয় করে। চলতি বছরের জুনে মুক্তি পায় ‘কাল্কি টু’ এইট নাইন এইট এডি। বক্স অফিস কাঁপানো এই সিনেমাটি এই বছরের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছিল। হিন্দি সংস্করণে এটি ভারতীয় বক্স অফিসে ২৯৩ কোটি ১৩ লাখ রুপি আয় করে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে স্ত্রী টু। ভারতের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলছে এখনও। এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে এই ছবির আয় ৫৬৪ কোটি রুপি। এ ছাড়াও চলতি বছরে মুক্তি পায় পুষ্পা ২। ‘পুষ্পা’র পর ‘পুষ্পা ২’ যেন ভারতীয় সিনেমায় ইতিহাস ভাঙার ইতিহাস রচনা করতে এসেছে। অগ্রিম বুকিংয়ের রেকর্ড, সর্বোচ্চ দামে টিকিট বিক্রির রেকর্ড, প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই। মুক্তির পর চার সপ্তাহে পড়লেও এখনও ‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনা থামেনি। ভাটা পড়েনি বিক্রিতেও। তাই অচিরেই ছবিটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে– এ ভবিষ্যদ্বাণীও করছেন অনেকে।
বিচ্ছেদ
বিগত হতে চলা ২০২৪ সালে শিরোনামে কখনও উঠে এসেছে বেদনাদায়ক ঘটনা কখনও বা সুখস্মৃতি। এ বছর একের পর এক সেলেবের সম্পর্ক ভাঙনের খবরে চমকেছেন অনুরাগীরা। কেউ আবার বেছে নিয়েছেন বিচ্ছেদের পথ।
এ আর রহমান ও সায়রা বানু
১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। তাদের রয়েছে খাতিজা, রহমান ও আমিন, তিন সন্তান। দীর্ঘদিনের এই সম্পর্কে থাকার পরেও নভেম্বর মাসের ২০ তারিখ সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন এ আর রহমান।
ধানুশ-ঐশ্বর্য
২০২২ সালে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন ধানুশ ও ঐশ্বর্য রজনীকান্ত। তাতেই তোলপাড় হয়েছিল দাক্ষিণাত্যের গ্ল্যামার দুনিয়া। ১৮ বছরের দাম্পত্যের পর আলাদা থাকার কথা জানিয়েছিলেন ধানুশ-ঐশ্বর্য। অনুরাগীদের পাশাপাশি অভিনেতার বাবারও আশা ছিল, এই সম্পর্ক হয়তো জোড়া লাগবে। কিন্তু সেই আশা পূরণ হলো না। অবশেষে ডিভোর্স। ২০০৪ সালে ঐশ্বর্যকে বিয়ে করেন ধানুশ। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০। এখন ধানুশের বয়স ৩৮। অভিনেতা হিসেবে সারাদেশে সুনাম রয়েছে ধানুশের। ২০১২ সালে ঐশ্বর্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবি ‘৩’-এর নায়ক ছিলেন ধানুশ। সেই সিনেমার গান ‘কোলাভরি ডি’ তুমুল জনপ্রিয় হয়েছিল। ঐশ্বর্য-ধানুশের দুই পুত্র সন্তানও রয়েছে। একজনের নাম যাত্রা রাজা, অন্যজন লিঙ্গ রাজা।
বিচ্ছেদের গুঞ্জন
চলতি বছর বলিউড তারকাদের একের পর এক সংসার ভাঙনের গুঞ্জন ছিল। তাদের মধ্যে অন্যতম হলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েক মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে। ভারতের অনেক গণমাধ্যম এমনও খবর প্রকাশ করেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও বিচ্ছেদ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি।
যিশু-নীলাঞ্জনা
বলিউডে যদি অভিষেক-ঐশ্বরিয়া হয়, তাহলে টলিউডে যিশু-নীলাঞ্জনা। শোনা যাচ্ছে, ঠিক ঐশ্বরিয়া অভিষেকের মতোই তাদের সংসারেও নাকি তুমুল অশান্তি। যিশু পরকীয়ায় মত্ত। আর সেই কারণেই সংসারে ভাঙন। তবে সোশ্যাল মিডিয়ায় যিশুর স্ত্রী নীলাঞ্জনা নানা ইঙ্গিতবাহী পোস্ট দিলেও, গণমাধ্যমে তিনি কোনো কথা বলেননি। ঠিক তেমনই যিশু। কিন্তু নিন্দুকরা বলছেন, যা রটেছে তার কিছু তো বটে।
- বিষয় :
- আল্লু অর্জুন
- শ্রদ্ধা কাপুর