যুক্তরাষ্ট্র থেকে নতুন ছবির খবর জানালেন বাপ্পি, নায়িকা হচ্ছেন মিতু

বাপ্পি ও জাহারা মিতু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১ | ০১:৪৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ | ০২:০০
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। সেখানে থেকেই নতুন ছবির খবর জানালেন ঢলিউড এই নায়ক। ছবিটির নাম 'কুস্তিগির' পরিচালনা করবেন শাহীন সুমন।
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নায়কের অ্যাওয়ার্ড নিতে গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বাপ্পি। ৫ ডিসেম্বর আয়োজিত ওই অনুষ্ঠান থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরস্কার গ্রহণের ৭ দিনের মাথাতেই জানালেন নতুন ছবির খবর। এতে বাপ্পির নায়িকা হিসেবে থাকছেন জাহারা মিতু। এর আগে তারা জুটি হয়ে অপূর্ব রানার 'যন্ত্রণা', ও কাজী হায়াতের 'জয় বাংলা' ছবির শুটিং শুরু করেন। যদিও ছবি দুটির শুটিং এখনও চলমান। তার মধ্যেই নতুন ছবিতে জুটি হওয়ার খবর এলো।
ছবিটি নিয়ে হোয়াটসঅ্যাপে বাংলাদেশ সময় দুপুর ১টায় কথা হয় বাপ্পি চৌধুরীর সঙ্গে। সমকালকে তিনি বলেন, 'কুস্তিগির পরিচালনা করবেন শাহীন সুমন। আমার ক্যারিয়ারের প্রথম ছবি 'ভালোবাসার রঙ' এর নির্মাতা তিনি। তার হাত ধরেই ইন্ডাষ্ট্রিতে আমার অভিনয় জীবন শুরু। এরপর শাহীন সুমন ভাইয়ের সঙ্গে অনেক ছবিই হয়েছে। সবগুলোই সুপার হিট। ইন্ডাষ্ট্রিতে আমাদের সম্পর্ক বাবা-ছেলের মতো। তিনি আমার অভিভাবকও। প্রায় ৮ বছর পর শাহীন ভাইয়ের নির্দেশনায় কাজ করতে যাচ্ছি এটা আমার জন্য আনন্দের ও তৃপ্তির।'
মিতুর সঙ্গে জুটি হওয়া নিয়ে বাপ্পি বলেন, 'প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই মূলত নায়িকা চূড়ান্ত করেছেন। পর পর দুটি ছবিতে একসঙ্গে কাজের কারণে আমাদের বোঝাপড়াটা ভালো। বন্ধুত্বের সম্পর্ক আমাদের। যদিও আমাদের জুটির কোনো ছবিই এখনও মুক্তি পায়নি। তবে মুক্তি পেলে আমার বিশ্বাস দর্শক এ জুটিকে পছন্দ করবেন।'
মিতু বলেন, শাহীন সুমন ভাই একজন গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের ও ভালো লাগার। আর বাপ্পির চৌধুরীর সঙ্গে কাজের সুবাধে দারুণ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আশা করি দারুণ একটি প্রজেক্ট হবে।
এদিকে যুক্তরাষ্ট্র থাকায় বাপ্পির সঙ্গে মৌখিক কথা হলেও আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে জানিয়েছেন শাহীন সুমন। তিনি বলেন, ছবিটির জন্য মিতুকে চুক্তি করানো হলেও বাপ্পি বাপ্পি দেশে না থাকার কারণে তাকে চুক্তিবদ্ধ করানো যায়নি। তবে মৌখিকভাবে কথাা হয়েছে। ঢাকা ফিরলেই চুক্তিবদ্ধ হবেন। বাপ্পির অভিনয় যাত্রাটা আমাদের 'ভালোবাসার রঙ' দিয়ে শুরু হয়। ওকে নিজ হাতে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে কাজ শুরু করেছিলাম। তবে দীর্ঘ আট বছর ওকে নিয়ে কাজ হয়নি। আবার বাপ্পিকে নিয়ে মাঠে নামছি। দেখা যাক কি হয়।
সচেতন মিডিয়ার ব্যানারে নির্মাণ হবে 'কুস্তিগির'। ২২ ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়া থেকে শুরু হওয়ার কথা ছবিটির শুটিং। নতুন বছরের মাঝামাঝি সময় ছবিটি মুক্তির দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন পরিচালক।
- বিষয় :
- কুস্তিগির
- বাপ্পি চৌধুরী
- জাহারা মিতু
- নতুন ছবি