খান ইউনিসে গিজগিজ করছে ফিলিস্তিনিরা

নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে ফিলিস্তিনি পরিবার। ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ০৩:৪৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ০৩:৪৫
গাজার দক্ষিণের নগরী খান ইউনিস। উত্তর গাজা থেকে ফিলিস্তিনিরা পালিয়ে এই নগরীতে জড়ো হওয়ায় সেখানে গিজগিজ করছে মানুষের ঢল। গাড়ি, ঘোড়া, ভ্যানে চড়ে কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পেরেছে সেভাবেই এখানে এসেছে।
এক রাতেই সেখানে জনসংখ্যা হয়েছে দ্বিগুন। জড়ো হওয়া লাখো মানুষের চাপ সামলাতে নেই কোন প্রস্তুতি। ফলে গোটা সিস্টেমই ভেঙে পড়েছে।
হামাস জানিয়েছে, এর মধ্যে ৪ লাখ বাসিন্দা গত ৪৮ ঘণ্টায় সালাহ আল দিন সড়ক ধরে দক্ষিণের দিকে চলে গেছে।
খান ইউনিস নগরীতে সাধারণত ৪ লাখ মানুষের বাস। গতরাতে সেখানে মানুষের সংখ্যা বেড়ে ১০ লাখেরও বেশিতে দাঁড়িয়েছে। বাড়তি এই সব মানুষ উত্তরের পাশাপাশি পূর্ব দিক থেকেও এসেছে।
নগরীর প্রধান হাসপাতাল, যেখানে প্রয়োজনীয় জিনিসের অভাব লেগেই থাকে, সেখানে এখন ঠাঁই দিতে হয়েছে উত্তর দিক থেকে আসা অসুস্থ এবং আহতদের। হাসপাতালটি এখন শরণার্থী মানুষের আশ্রয়স্থল হয়ে উঠৈছে।
খান ইউনিসে আছে খুবই সামান্য খাবার। দোকনগুলোতে নেই পানি। পরিস্থিতি বিপর্যয়কর। নগরীটি এখনও এক যুদ্ধক্ষেত্র। সেখানেও রাস্তায় আছে বাড়িঘরের ধ্বংসস্তুপ।
- বিষয় :
- গাজা
- খান ইউনিস
- ফিলিস্তিনি
- মানুষের ঢল
- ইসরায়েল