বাঁশের মাথায় পতাকা নিয়ে সমাবেশে আ.লীগ নেতাকর্মীরা

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৭:৩৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৭:৩৫
রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। তাদের অনেককে বাশেঁর মাথায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে। কাকরাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মীরা বাস বা অন্যান্য যানবাহন থেকে নেমে সমাবেশের দিকে যাচ্ছেন। এ সময় তাদের হাতে পতাকা সংবলিত লাঠি দেখা যায়।
শনিবার বেলা ২টায় আওয়ামী লীগের এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই নেতাকর্মীরা আসছেন। আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত ১৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করবে বলে ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগও রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দেয়। ক্ষমতাসীন দল পুলিশকে চিঠি দিয়ে জানায়, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারা সমাবেশ করবে। গতকাল শুক্রবার রাতে পুলিশ সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়ে দেয়।