বাম জোটের আহ্বান
নির্বাচন ব্যবস্থা সংস্কারে আলোচনা শুরু করুন

ছবি সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ২১:৫০
মানুষের জানমালের নিরাপত্তা বিধান, দখলদারিত্ব বন্ধ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনকালে বাম গণতান্ত্রিক জোটের মতামত নেওয়া হয়নি। তা সত্ত্বেও আমরা এ সরকারকে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনায় এগোনোর আহ্বান জানাচ্ছি।
রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে জোটের সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। উপস্থিত ছিলেন রুহিন হোসেন প্রিন্স, ইকবাল কবির জাহিদ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী, মিহির ঘোষ, রাজেকুজ্জামান রতন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। তাই নির্বাচনে ‘না’ ভোটের বিধান চালু, নির্বাচিত প্রতিনিধি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন না করলে প্রত্যাহার, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে অবিলম্বে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা প্রয়োজন। ইসি পুনর্গঠন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াও শুরু করতে হবে।
ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞসহ দেশে চলমান অরাজকতায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রেখে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশা ব্যক্ত করেন বজলুর রশিদ।
আরও বলা হয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত ও পুনর্গঠন শুরু, কর্তৃত্ববাদী এক ব্যক্তির শাসন ফিরে আসা রোধ, বাকস্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করতে হবে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সংবিধানে বর্ণিত ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় নির্বিশেষে নিশ্চিত করতে হবে সব নাগরিকের সমান অধিকার।
- বিষয় :
- বাম গণতান্ত্রিক জোট
- নির্বাচন