ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

অসহায় মানুষের সহায়

অসহায় মানুষের সহায়

ফাইল ছবি

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২১:৫১

৮০ বছর বয়সে ভাড়ায় ভ্যান চালিয়ে সংসার চালাতেন ঢাকার লালবাগের আবু তাহের। জীবনের এই অপরাহ্ণে স্ত্রীকে নিয়ে একপ্রকার মানবেতর জীবনযাপন করছিলেন। জীবিকা নির্বাহ খানিক সহজ করে দিতে একটি ভ্যান কিনে দেন মো. দোলন নামে এক পুলিশ কনস্টেবল। 
৮৫ বছর বয়সী মোহাম্মদপুরের রেণু বেগম জীবিকার তাগিদে প্রতিদিন ১২০ টাকা মজুরিতে ইট ভাঙার কাজ করতেন। ৩২ বছর আগে স্বামীহারা রেণু বেগম একটি প্রতিবন্ধী ছেলে নিয়ে চালাতেন সংসার। তাঁর সংগ্রামী পথচলা দেখে মন গলে পুলিশ কনস্টেবলের, তাঁকেও কিনে দেন একটি ভ্যান। বান্দরবানের মুসলিমপাড়ার বুলু বেগম। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। মাঠে কৃষিকাজ করার প্রত্যয় ব্যক্ত করলে অল্প পরিমাণ জমি বর্গা নিয়ে বীজ ও সার দিলেন তিনি। ৩ হাজার ২০০ টাকার পুঁজিতে সেই নারী শাকসবজি চাষ করে খুঁজে পেলেন স্বাবলম্বী হওয়ার পথ। এমনই অনেক গল্পের পেছনের নায়ক তিনি। 
মানবিকতার স্বপ্ন আর দুরন্তপনায় ছেলেবেলা কাটানো মো. দোলন লক্ষ্মীপুরের কমলনগরের ব্যবসায়ী ফারুক ও গৃহিণী নিলুফার ইয়াছমিন দম্পতির একমাত্র ছেলে। মানুষের সেবার ব্রত নিয়ে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ ডিভিশনে কনস্টেবল পদে কর্মরত। রাজধানী ঢাকাসহ বান্দরবান, চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে প্রায় দুই হাজার পরিবারকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। দোলনের স্বপ্নের কথা জানতে চাইলে বলেন, ‘আমার স্বপ্ন আমৃত্যু অসহায় মানুষের বন্ধু হয়ে পাশে থাকা এবং তাদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে দুঃখ দূর করার।’ u

আরও পড়ুন

×