জুভেন্টাসের সাবেক চেয়ারম্যান ১৬ মাস নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ২১:৪৪ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ২১:৪৪
জুভেন্টাসের সাবেক চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লিকে ১৬ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। কোভিড মহামারির সময় খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এফআইজিসির শৃঙ্খলাবিষয়ক ট্রাইব্যুনাল দ্বিতীয়বারের মতো তাকে নিষেধাজ্ঞা দিল।
গত মে মাসে জুভেন্টাসের সাবেক এই চেয়ারম্যানকে দোষ স্বীকার করতে বলা হয়েছিল। কিন্তু আগনেল্লি তা না করায় ৭ লাখ ইউরো জরিমানা এড়াতে সক্ষম হয় জুভেন্টাস। আর্থিক হিসাবে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত নভেম্বরে ক্লাবটির চেয়ারম্যানের পদ ছাড়েন আগনেল্লি।
???? OFFICIEL ! Andrea Agnelli écope de 16 mois d'interdiction d'exercer une fonction liée au football et d’une amende de 60.000€. pic.twitter.com/FfUM3TIFXc
— Actu Foot (@ActuFoot_) July 10, 2023
গত জানুয়ারিতে আগনেল্লিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। জুভেন্টাসের আর্থিক হিসাব ঠিক রাখতে দলবদলের খরচে গোঁজামিল দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সে জন্য ক্লাবটির ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।
এতে কনফারেন্স লিগে খেলার সুযোগ পেলেও মহাদেশীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হতে পারে ইতালির এই ক্লাব। আর্থিক অন্যান্য বিষয়েও দুর্নীতির অভিযোগ আছে জুভেন্টাসের বিরুদ্ধে। আগামী ২৬ অক্টোবর এসব নিয়ে আদালতে শুনানি শুরু হবে।