ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

হাঙ্গেরিতে আটকাল জার্মানি, বসনিয়ায় হতাশ ডাচরা

হাঙ্গেরিতে আটকাল জার্মানি, বসনিয়ায় হতাশ ডাচরা

হাঙ্গেরির বিপক্ষে সমতার পর জার্মান ফুটবলাররা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ১১:০৭

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে জার্মানি ও নেদারল্যান্ডসের। টেবিলে জার্মানির শীর্ষস্থানও পাকা ছিল। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। অ্যান্তোনিও রুডিগার, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজদের বিশ্রাম দিয়ে ম্যাচ শুরু করেছিলেন জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান। 

মূল খেলোয়াড়দের ছাড়া প্রথমার্ধে সমতায় পর দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন জার্মানির কোচ। মুসিয়ালা-উইর্টজরা নেমে ম্যাচে গতি ফেরান। ৭৬ মিনিটে ফেলিক্স নমেচা গোল করে দলকে লিড এনে দেন। কিন্তু ঘরের মাঠে ম্যাচের শেষ বাঁশির ঠিক আগে পেনাল্টি পায় হাঙ্গেরি। লিভারপুল মিডফিল্ডার ডমিনিক সজোবজলায়  গোল করে ১-১ সমতায় ম্যাচ শেষ করেন।  

বসনিয়ার বিপক্ষে সমতা করেছে ডাচারাও। ছবি: এএফপি   

অন্য ম্যাচে একই দশা হয়েছে নেদারল্যান্ডসের। বসনিয়া এন্ড হার্জেগভিনার বিপক্ষে লিড নিয়েও ১-১ গোলের সমতায় মাঠ ছেড়েছে তারা। ডাচ কোচ রোনাল্ড কোম্যানও এ ম্যাচে রায়ান গ্রাভেনবেচ ও কোডি গাকপোকে শুরুর একাদশে রাখেননি। তাতে অবশ্য লিড আটকায়নি দলের।

ম্যাচের ২৪ মিনিটে আয়াক্সের ২২ বছর বয়সী স্ট্রাইকার ব্রায়ান ববি দলকে এগিয়ে নেন। ঘরের মাঠে ৬৭ মিনিটে বসনিয়া গোল করে সমতায় ফেরে। পরে গ্রাভেনবেচ-গাকপোদের নামিয়ে লাভ হয়নি। উয়েফা নেশন্স লিগের লিগ ‘এ’ ও লিগ ‘বি’ সব ম্যাচ শেষ হয়েছে। আগামী ২২ নভেম্বর নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। লিগ ‘এ’-র চ্যাম্পিয়ন দল এক পটে ও রানার্স আপ দল থাকবে অন্য পটে। সেখান থেকে একে অপরের মুখোমুখি হবে।    

আরও পড়ুন

×