ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

তিন জায়গায় উন্নতির বার্তা ম্যানইউ কোচ আমোরিমের

তিন জায়গায় উন্নতির বার্তা ম্যানইউ কোচ আমোরিমের

গার্নাচোর সঙ্গে কথা বলছেন ম্যানইউ কোচ আমোরিম। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৮:০৩

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে দাঁড়িয়ে দুর্দান্ত শুরু হয়েছিল কোচ রুবেন আমোরিমের। ম্যাচের দেড় মিনিটে ইপসউইচ টাউনের বিপক্ষে গোল করে ম্যানইউ। কিন্তু পরে গোল হজম করে ১-১ গোলে সমতা করে  রেড ডেলিভসরা। 

স্পোর্টিং সিপিতে দুর্দান্ত কাজ করা কোচ রুবেন আমোরিমের প্রথম ম্যাচ দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের দীক্ষা হয়ে গেছে। ম্যাচ শেষে সতীর্থদের তিন জায়গায় উন্নতির বার্তা দিয়েছেন পর্তুগিজ কোচ। দল গুছিয়ে নিতে সময় লাগবে বলেও মন্তব্য করেছেন। 

আমোরিম বলেন, ‘কঠিন ম্যাচ ছিল। আমরা ভালো শুরু করেছিলেন। কিন্তু পরেই আমরা অনেক জায়গা ছেড়েছি, পজিশন হারিয়েছি এবং বলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছি। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলিনি, তবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। ভালো করতে খেলোয়াড়দের সঙ্গে আমাদের আরও সময় কাটাতে হবে।’ 

দলের উন্নতির জায়গা নিয়ে আমোরিম বলেন, ‘তারা খেলোয়াড় হিসেবে খুব ভালো। কিন্তু শারীরিকভাবে, টেকনিকের দিক থেকে ও কৌশলগতভাবে আরও ভালো হতে হবে। তার জন্য সময় লাগবে। শীর্ষ খেলোয়াড় খারপ সময় কাটালে তিনি কত ভালো তা ভুলে যাওয়াই ভালো। নতুন কৌশলে তারা মানিয়ে নিতে পারলেই তারা ভালো খেলোয়াড়।’ 

আরও পড়ুন

×