ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফেডারেশন কাপ

কুমিল্লায় বছরের প্রথম ডার্বি

কুমিল্লায় বছরের প্রথম ডার্বি

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১১:৪১

এক মাসও হয়নি মুখোমুখি হয়েছিল দু’দল। গত বছরের ১৪ ডিসেম্বর কুমিল্লায় প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন বছরে একই আঙিনায় আবারও মুখোমুখি দেশের দুই ঐতিহ্যবাহী দল। ডার্বির এবারের লড়াইটা ফেডারেশন কাপের। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রুপ ‘বি’তে দুপুর আড়াইটায় লড়বে তারা।

প্রিমিয়ার লিগে শুধু আবাহনীই নয়, বসুন্ধরা কিংসকে হারানো মোহামেডান আছে দুর্দান্ত ছন্দে। ছয় ম্যাচের সবক’টিতে জেতা আলফাজ আহমেদের দলটি ১৮ পয়েন্ট নিয়ে আছে এক নম্বরে। তবে ফেডারেশন কাপের প্রথম ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে সাদা-কালো জার্সিধারীদের। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হেরেছিল তারা। পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬ গোলে উড়িয়ে কক্ষপথে ফেরে তারা। 

এক ম্যাচ খেলা আবাহনীও হারিয়েছে চট্টগ্রামের আকাশি-নীল জার্সিধারীদের। একেএম মারুফুল হকের দলের জন্য এই ম্যাচটি প্রতিশোধেরও বটে। লিগে আবাহনীর একটি হার এই মোহামেডানের কাছে। তবে দু’দলের মধ্যে ব্যবধান হলো বিদেশি। আবাহনীতে নেই কোনো বিদেশি। বিপরীতে মোহামেডানের বড় ভরসাই মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। পেশিতে টান পড়া এ ফুটবলার আগের ম্যাচে খেলতে পারেননি। আজ ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা আছে।

আরও পড়ুন

×